ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৮০ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। মোট জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী। এবছর পাসের হার এবং জিপিএ দুইটি কমেছে এই বোর্ডে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এই ফলাফল ঘোষণা করেন।

নারায়ণ চন্দ্র নাথ বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এইচ এস সি পরীক্ষায় অংশ নেন ৯৩ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৭৪ হাজার ৩২ জন। গত বছর পরীক্ষার্থী  ছিল ৮৯ হাজার ৬২ জন। সেসময় পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ। 

গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১৩ হাজার ৭২০ জন। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডের ১১১টি কেন্দ্রে ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯৩ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন ১৮ হাজার ৬৯৩ জন। পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। মানবিক বিভাগ থেকে অংশ নেন ৪২ হাজার ২৫ জন শিক্ষার্থী। এই বিভাগে পাসের ৭৩ দশমিক শূন্য ৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে এবার অংশ নেন ৩৩ হাজার ২৭৯ জন, পাসের হার ৮৩ দশমিক ৮৩ শতাংশ।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়