ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসচাপায় প্রাণ গেল ভাইবোনসহ ৩ জনের

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৬ মে ২০২৩   আপডেট: ২০:১৭, ২৬ মে ২০২৩
বাসচাপায় প্রাণ গেল ভাইবোনসহ ৩ জনের

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশায় থাকা ভাইবোনসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল-আমিন (৩৫), তার বড় বোন ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৪৫) ও চাঁদপুরের আফারকান্দা গ্রামের রোকসানা আক্তার (৩০)।

আরো পড়ুন:

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, ‘ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভাই-বোন নিহত হন। গুরুতর আহতাবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রোকসানা আক্তার মারা যান।’

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়