ঢাকা     মঙ্গলবার   ০৬ জুন ২০২৩ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

বাসচাপায় প্রাণ গেল ভাইবোনসহ ৩ জনের

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৬ মে ২০২৩   আপডেট: ২০:১৭, ২৬ মে ২০২৩
বাসচাপায় প্রাণ গেল ভাইবোনসহ ৩ জনের

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশায় থাকা ভাইবোনসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল-আমিন (৩৫), তার বড় বোন ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৪৫) ও চাঁদপুরের আফারকান্দা গ্রামের রোকসানা আক্তার (৩০)।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, ‘ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভাই-বোন নিহত হন। গুরুতর আহতাবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রোকসানা আক্তার মারা যান।’

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়