ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পৌর নির্বাচন: কক্সবাজারে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৬ মে ২০২৩  
পৌর নির্বাচন: কক্সবাজারে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা 

কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর এরপর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন। তারা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিতেও শুরু করেছেন।

শুক্রবার (২৬ মে) জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা  পাঁচ জন মেয়র, ১২ ওয়ার্ডে ৫৬ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত চার ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

আরো পড়ুন:

এরআগে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার পৌরসভা নির্বাচন থেকে এক মেয়র ও পাঁচ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। 

কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ (নারকেল গাছ) ও মাসেদুল হক রাশেদের স্ত্রী জোসনা হক (মোবাইল ফোন), জগদীশ বড়ুয়া (হেলমেট) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাহেদুর রহমান (হাতপাখা)।

 

শুক্রবার দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর অধিকাংশ প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিতে দেখা যায়। দুপুর থেকে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে প্রার্থীরা শত শত কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল ও মাইকিং করে ভোট চেয়ে প্রচারণা চালাতে শুরু করেন। 

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদত হোসেন বলেন, ‘সব প্রার্থীকে আচরণ বিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্বাচনী আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার  ৯৪ হাজার ৮০২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়