ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে নির্বাচনে যাবে না বিএনপি’

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৬ মে ২০২৩  
‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে নির্বাচনে যাবে না বিএনপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী  বলেছেন, ‘কোনো নির্বাচন নিয়ে আলোচনা হবে না, যতক্ষণ বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। যতক্ষণ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরে আসবে না, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে না, ততক্ষণ রাস্তায়, পাড়া-মহল্লায় সরকার পতনের আন্দোলন চলবে। মনে রাখবেন চোরের দশ দিন, গৃহস্থের একদিন।’

শুক্রবার (২৬ মে) বিকেলে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে বিএনপির জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বশির ভিলা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

আমির খসরু মাহমুদ বলেন, ‘পুলিশ, বুদ্ধিজীবী ও সরকারি আমলাদের একাংশ নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অথচ এ দেশের আপামর জনগণ এখনো নির্বাচন চায় না। কারণ সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এখনও পরিবেশ তৈরি হয়নি। অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনী ফাঁদে পা দিবে না বিএনপি।’

আওয়ামী লীগ ও সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এ সরকার বাকশালী সরকার। বাকশালী মানে টেন্ডারে প্রভাব বিস্তার, জমি জবরদখল, লুটতরাজ, হত্যা, খুন, গুম, রাহাজানি করা। সাধারণ মানুষের অধিকার লুণ্ঠন করা, ভোটের অধিকার হরণ করা এ সরকারের কাজ। এ সরকার জনগণের সরকার নয়।’

লিটন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়