ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন সম্ভব: খন্দকার মোশাররফ 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২৬ মে ২০২৩  
গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন সম্ভব: খন্দকার মোশাররফ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারকে বিদায় করতে হলে গণঅভ্যুত্থানের বিকল্প নেই। শুধুমাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো সম্ভব।’

শুক্রবার (২৬ মে) বিকেলে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবিতে আয়োজিত জনসমাবেশে তিনি একথা বলেন। জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘শেখ হাসিনা দেশে বিদেশে ঘোরাঘুরি করেছেন। আপনারা দেখেছেন তিনি জাপান গিয়েছিলেন, আমেরিকায় গিয়েছিলেন, বিলেতে গিয়েছিলেন। সবক্ষেত্রে শেখ হাসিনা প্রত্যাখ্যান হয়েছেন। আমাদের বাংলাদেশের মানুষও ইতোমধ্যে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। তাই শেখ হাসিনাকে বিদায় করতে হবে। আওয়ামী লীগ সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবি বাংলাদেশের জনগণের দাবি। কারণ খালেদা জিয়া এবং গণতন্ত্র একে অন্যের সঙ্গে জড়িত।’ 

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান,

সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সাবেক জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রমুখ।

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়