ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না’

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩  
‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, ‘তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার দেশের সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারা দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় এসেছে। তাই তাদের অধীনে নির্বাচন হলে তা কোনো দিনই নিরপেক্ষ হবে না। এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি দিন-রাত পরিশ্রম করছে।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ৪৫তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

অধ্যক্ষ আলমগীর হোসেন  আরো বলেন, ‘দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতাই বাড়ছে যে দেশের সাধারণ মানুষ তা কিনতে পারছেন না। মানুষের পকেটে টাকা নেই। কিন্ত এই সরকারের আমলে অনেকেই দেশের বাইরে টাকা পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করেছেন।

জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান শাহীন প্রমুখ। 

তাওহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়