ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিরুল, সম্পাদক বাবু 

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৩  
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিরুল, সম্পাদক বাবু 

তানজিরুল হক রনি ও ইসহাক খলিল বাবু

নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে তানজিরুল হক রনি ও সাধারণ সম্পাদক পদে ইসহাক খলিল বাবুকে নির্বাচিত করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩ বছরের জন্য নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হলো। আগামী এক মাসের সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিকেলে নরসিংদী পৌর ঈদগাহে নরসিংদী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইসহাক খলিল বাবু বলেন, ‘নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। সামনে জাতীয় নির্বাচন ঘিরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে নরসিংদীতে আওয়ামী লীগের জনস্রোত ঘটাব।’ 
 

হৃদয়/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়