ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ঝিনাইদহ-২: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, আহত ৪

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১৯ ডিসেম্বর ২০২৩  
ঝিনাইদহ-২: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, আহত ৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়া জাহেদী মহুলের নির্বাচনী অফিসে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা চারজনকে আহত করেছেন বলে দাবি করেছেন প্রার্থীর প্রতিনিধি কামরুল জোয়ারদার। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ বাজারে ঘটনাটি ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি কামরুল জোয়ারদার বলেন, শাখারীদহ বাজারে রাত সোয়া ৯টার দিকে তারা বসে চা পান করছিলেন। এ সময় আওয়ামী লীগের মনোনীত  প্রার্থী তাহজিব আলম সিদ্দিকীর সমর্থকরা হামলা চালান। তারা অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করেন। হামলায় শাখারীদহ গ্রামের মুকুল, শিখা মেম্বর, কারুল ও ভোলা নামে চারজন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে জানতে তাহজিব আলম সিদ্দিকীকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

শাহরিয়ার/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়