বিএনপি নামক অশুভ শক্তিকে বিতাড়িত করতে হবে: কামরুল ইসলাম
কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ থেকে বিএনপি নামক অশুভ শক্তিকে বিতাড়িত করতে হবে। কোনো ষড়যন্ত্রই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। সব ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি দেশকে পেছনের দিকে নিতে চায়। আমরা যখন বলি স্মাট বাংলাদেশ, তখন বিএনপি বলে টেকব্যাক বাংলাদেশ। বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চায়। সাফ বলে দিতে চাই, এই সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আওয়ামী লীগ তা করে দেখাতে চায়।
কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোস্তাফার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এহসান উদ্দিন আহমেদ, মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, আজম খান বারকু, শিলারা ইসলাম প্রমুখ।
- ০ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ০ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম