ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নড়াইলের প্রবেশদ্বারে মাশরাফিকে অভ্যর্থনা

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৪৬, ২৪ ডিসেম্বর ২০২৩
নড়াইলের প্রবেশদ্বারে মাশরাফিকে অভ্যর্থনা

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে অভ্যর্থনা জানিয়েছেন নেতাকর্মীরা। রোববার (২৪ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে সড়কপথে গাড়ি বহর নিয়ে নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীর কালনা সেতুতে পৌঁছালে জেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নড়াইল-২ আসনে মনোনয়ন পান মাশরাফি বিন মুর্তজা। মনোনয়ন পাওয়ার পর এবারই তিনি প্রথম নিজের নির্বাচনি এলাকায় এলেন। তিনি আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মাশরাফি বিন মুর্তজা। সেখান থেকে সড়কপথে লোহাগড়ার মধুমতির কালনা সেতুতে বিকেল ৪টার দিকে এসে পৌঁছান তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

এর আগে, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে মাশরাফি বিন মুর্তজাকে অভ্যর্থনা জানাতে কালনা সেতু এলাকায় ভিড় করেন। রাস্তার দুই পাশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি হাজারো ভক্ত ও সমর্থক ভিড় করেন। কালনা সেতু এলাকার ঢাকা-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর মহাসড়কের কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মাশরারি বিন-মুর্তজা বলেন, প্রধানমন্ত্রী প্রথমবার যখন আমাকে ‘নৌকা’ প্রতীক দেন তখন আমি মধুমতি নদীর কালনা ঘাট ফেরি পারাপার হয়ে নড়াইলে পৌঁছেছিলাম। আজ সেখানে সেতু হয়েছে। এবার আমি সেতু পার হয়ে আমার নির্বাচনি এলাকায় আসতে পেরেছি। আপনারা সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দেবেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনসী আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিূউর রহমান, উপজেলা আওয়ামী লীগে যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মো. ওবায়দুর রহমান বিপ্লব, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে মুনসী আলাউদ্দীন মোড়, লোহাগড়া চৌরাস্তা সিএন্ড বি মোড়, উপজেলা গেট, এড়েন্দা, দওপাড়া বাসস্ট্যান্ড, মাদ্রাসা বাজার, মালিবাগ মোড়সহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন মাশরাফি বিন মুর্তজা।  

শরিফুল/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়