ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

দিনাজপুর-৬

নৌকা ও ট্রাকের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৪ জানুয়ারি ২০২৪  
নৌকা ও ট্রাকের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা

স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী ও নৌকার প্রার্থী শিবলী সাদিকের প্রচারণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে নৌকা ও ট্রাকের প্রার্থীর মধ্যে প্রচারণার লড়াই চলছে। চারটি উপজেলার ২৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে দিনাজপুর-৬ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ২৫ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬২ হাজার ৩৮৮ জন, নারী ২ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং হিজড়া ১১ জন।

আগামী ৭ জানুয়ারির ভোট সামনে রেখে দিনাজপুর আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণা পুরোদমে জমে উঠছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য শিবলী সাদিক নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সাবেক এমপি আজিজুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হেভিওয়েট প্রার্থী হিসেবে এখানে ভোটের মাঠে রয়েছেন শিবলী সাদিক। নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি তিনি। জেলার ৬টি আসনের মধ্যে এ আসনে ভোটের লড়াই বেশ জমজমাট হবে- এমনটাই মনে করছেন সকল প্রার্থীর নেতাকর্মীরা।

নৌকার প্রার্থী শিবলী সাদিক বলেন, ‘আওয়ামী লীগের বিজয় হবেই হবে। চারদিকে গণজোয়ার দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমার বিজয় হবে।’ স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত নির্বাচনে আমিই জয়ী হবো।’ 

নৌকা, ট্রাক ছাড়াও এই আসনে তৃণমূল বিএনপির সোনালি আঁশ, জাতীয় পার্টির নাঙ্গল ও জাসদের মশাল প্রতীকের প্রার্থী রয়েছে।

ভোটাররা বলছেন, নৌকার সঙ্গে ট্রাকের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। কারণ চার উপজেলায় দুই প্রার্থীর নেতাকর্মী পর্যাপ্ত আছে। পাশাপাশি দুই জনই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তারা আরও বলছেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিবলী সাদিকের নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরীর সঙ্গে তুমুল প্রতিযোগিতা হবে। এবারের নির্বাচনে এ আসনে কে সংসদ সদস্য নির্বাচিত হবেন তা বলা কঠিন হয়ে পড়েছে। 
 

মোসলেম/বকুল

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়