ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

মিয়ানমারের গৃহযুদ্ধ বাংলাদেশে নতুন সমস্যার সূচনা করেছে: জিএম কাদের

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমারের গৃহযুদ্ধ বাংলাদেশে নতুন সমস্যার সূচনা করেছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

মিয়ানমারের গৃহযুদ্ধ বাংলাদেশের নতুন সমস্যার সূচনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পড়ছে। এর আগে ১২ লাখ রোহিঙ্গা আমাদের দেশে এসে বসে আছে। নতুন করে এভাবে লোক আসা শুরু করলে দেশের ওপর বড় বোঝা হয়ে দাঁড়াবে। যা ব্যাপক সমস্যা সৃষ্টি করবে। এ বিষয়ে সরকারকে এক্ষুনি সিদ্ধান্ত নেওয়া ও দেশবাসীর কাছে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি।

জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ও দলের একাংশের কাউন্সিলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, এরশাদের আদর্শ নিয়ে দল করার অধিকার সবার আছে। তবে, নিবন্ধন না করে কাউন্সিল করলে সেটা কাউন্সিল নয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্য নেতারা।

আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়