রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি ইসহাক, সম্পাদক সৌমিত্র
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ইয়াছিন স্কুল মার্কেটের দোতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় ভোরের ডাকের জেলা প্রতিনিধি করিম ইসহাককে সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দনকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি আহসান হাবীব (এনটিভি/ইউএনবি) ও রফিকুল ইসলাম (দৈনিক আমাদের সময়), যুগ্ম সম্পাদক সুমন বিশ্বাস (চ্যানেল টুয়েন্টি ফোর) ও শামীম রেজা (ইনডিপেন্ডেন্ট টিভি), সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন (সম্পাদক, দৈনিক আমাদের রাজবাড়ী), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত হোসেন ফারুক (বিবিসি ক্রাইম ডটকম), রবিউল আউয়াল (রাইজিংবিডি ডটকম)।
রবিউল আউয়াল, সংবাদদাতা, রাইজিংবিডি ডটকম
কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শামীম (দেশটিভি/জনকণ্ঠ), গণেশ পাল (কালের কণ্ঠ), রাসেল কবীর (এশিয়ান টিভি), শাহীন রেজা (এসটিভি) ও হাসিনা আক্তার।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন করিম ইসহাক। এর আগে, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন তার রিপোর্ট পেশ করেন ও রিপোর্টের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
রবিউল/এনএইচ