ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে তিন উপজেলার যান চলাচল স্বাভাবিক

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  
বান্দরবানে তিন উপজেলার যান চলাচল স্বাভাবিক

বান্দরবানের তিন উপজেলায় যান চলাচল শুরু।

২৪ ঘন্টা বন্ধ থাকার পর বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে গণপরিবহন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম।

আরো পড়ুন:

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, গতকাল বিকেলে রুমা উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবহন মালিক-শ্রমিকরা মিলে এক আলোচনার মাধ্যমে সমাধান হওয়ার পর আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে গণপরিবহন চলাচল শুরু হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবহন মালিকদের নিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১৮ ফেব্রুয়ারি) বান্দরবানের রুমা উপজেলার পার্বত্য এলাকায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা বাসের এক শ্রমিককে মারধর করার প্রতিবাদ এবং পাহাড়ে সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকরা বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।

চাইমং/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়