বান্দরবানে তিন উপজেলার যান চলাচল স্বাভাবিক
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বান্দরবানের তিন উপজেলায় যান চলাচল শুরু।
২৪ ঘন্টা বন্ধ থাকার পর বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে গণপরিবহন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম।
পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, গতকাল বিকেলে রুমা উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবহন মালিক-শ্রমিকরা মিলে এক আলোচনার মাধ্যমে সমাধান হওয়ার পর আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে গণপরিবহন চলাচল শুরু হয়।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবহন মালিকদের নিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১৮ ফেব্রুয়ারি) বান্দরবানের রুমা উপজেলার পার্বত্য এলাকায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা বাসের এক শ্রমিককে মারধর করার প্রতিবাদ এবং পাহাড়ে সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকরা বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।
চাইমং/ফয়সাল