ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না মেহেদীর

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ১ মার্চ ২০২৪   আপডেট: ২২:১৪, ১ মার্চ ২০২৪
বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না মেহেদীর

মেহেদী হাসান। ফাইল ফটো

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না টাঙ্গাইলের মেহেদী হাসানের। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালেও বাবার কাছে ফোন দিয়ে পাসপোর্ট করার জন্য কাগজপত্র তৈরি করতে বলেন। কিন্তু রাতেই রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যানা তিনি।

মেহেদী হাসান জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে। শুক্রবার (১ মার্চ) দুপুরে তার মরদেহ গ্রামে পৌঁছালে শত শত মানুষ একনজর দেখতে ভিড় করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে।

মেহেদীর বাবা বলেন, আমার ছেলের আর পাসপোর্ট করা হলো না। কীভাবে আমি এই ক্ষতি পূরণ করবো। এ সময় ছেলের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

জানা যায়, প্রায় তিন মাস আগে ঢাকার বেইলি রোডের ওই ভবনের কাচ্চি ভাই রেস্তোরাঁয় চাকরি নেন মেহেদী। বাদ জুমা দেওড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

কাওছার/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়