ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

গজারিয়ায় ১৪ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করলো তিতাস

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১১ মার্চ ২০২৪  
গজারিয়ায় ১৪ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করলো তিতাস

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া, মধ্য বাউশিয়া ও বক্তারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১৪ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস। সোমবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৬

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বলেন, এই এলাকায় তিতাসের বৈধ সংযোগের তুলনায় অবৈধ সংযোগ কয়েকগুণ বেশি। বাধ্য হয়ে গত ২৫ ফেব্রুয়ারি থেকে এই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ অভিযানের মাধ্যমে পুরান বাউশিয়া, মধ্য বাউশিয়া ও বক্তারকান্দি এই ৩টি গ্রামের ১৪ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হল। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম এবং পুলিশ সদস্যরা।

রতন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়