ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা বলছেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৯ মে ২০২৪   আপডেট: ১২:০৬, ১৯ মে ২০২৪
সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা বলছেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। রোববার (১৯ মে) মধ্যরাত থেকে শুরু হতে যাওয়া এই নিষেধাজ্ঞা আগামী ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

জেলেরা জানান, বছর জুড়ে ছিল ইলিশের আকাল। তার ওপর আজ মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধ ও প্রকৃত জেলেদের সরকারি খাদ্য সহায়তা বাড়ানোর দাবি জানান তারা।

মৎস্য সংশ্লিষ্টরা জানান, এ বছর গভীর সাগরে যাওয়া বেশিরভাগ ট্রলার খুব কম সংখ্যক ইলিশ নিয়ে ফিরেছে। অনেকে আবার ফিরেছে একেবারে খালি হাতে। এতে জেলে ও ট্রলার মালিকরা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। তারপরও সরকারি আইন মেনে বেশিরভাগ ট্রলার ঘাটে ফিরে এসেছে।

সরেজমিনে খাপড়াভাঙ্গা নদীর পাড়ে গিয়ে দেখা যায়, হাজার হাজার মাছ ধরা ট্রলার নদীর দুইপাশে নোঙর করে রাখা হয়েছে। জেলেরা কেউ মাছ তুলছেন, কেউবা আবার তুলছেন জাল, কেউ আবার আনুষঙ্গিক সরঞ্জাম তুলে রেখে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

মহিপুরের এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি ইউনুস মিয়া বলেন, মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। তাই ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছি। এ বছর যতবার গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছি, ততবারই মালিকের অনেক টাকা লোকসান হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যাবে। পরে আমরা সাগরে গিয়ে আর মাছ পাব না। সরকারের কাছে অনুরোধ করছি, সাগরে যেন প্রশাসনের টহল অব্যাহত থাকে।

ইয়াসিন মিয়া নামে অপর এক জেলে বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞায় আমাদের মাত্র ৮৬ কেজি চাল দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। এই চালে কিছুই হবে না। সরকারের কাছে প্রণোদনা বাড়ানোর দাবি জানাচ্ছি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। পার্শ্ববর্তী দেশের জেলেদের অনুপ্রবেশ বন্ধে সাগরে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কলাপাড়া উপজেলার নিবন্ধিত ১৮ হাজার ৩০৫ জন জেলেক ৮৬ কেজি করো চাল দেওয়া হবে এবং জেলেদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

ইমরান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়