ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

ভৈরবে ট্রলার ডুবি

আরও ৩ লাশ উদ্ধার, ৬ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৪ মার্চ ২০২৪   আপডেট: ১৮:৩৯, ২৪ মার্চ ২০২৪
আরও ৩ লাশ উদ্ধার, ৬ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।  এ নিয়ে মোট পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুর আড়াইটার দিকে ভৈরব মেঘনা নদী ও পুলতাকান্দা এলাকা থেকে ভাসমান মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। স্বজনরা নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।

আরও পড়ুন: ভৈরবে ট্রলার ডুবি: পুলিশ সদস্যের স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

আরো পড়ুন:

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, নরসিংদী জেলার বেলাব থানার দড়িকান্দি এলাকার দারু মিয়ার মেয়ে আনিকা আক্তার (২০), ভৈরব পৌর শহরের আমলাপাড়ার এলাকার টুটন দের স্ত্রী রুপা দে (৩০) এবং পুলিশ সদস্য সোহেল রানার মেয়ে মাহমুদা (৮)।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিন রোববার দুপুর আড়াইটার দিকে ভৈরবের মেঘনা নদীর সেতু এলাকা ও পুলতাকান্দা এলাকায় ভাসমান অবস্থায় ভৈরব ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তিন জনের মরদেহ করা হয়েছে। পরে ভৈরব হাইওয়ে থানার পুলিশ সদস্য সাদেক সোহেল রানার মেয়ের মরদেহ শনাক্ত করেছেন। রুপা রানী মরদেহ শনাক্ত করেন তার স্বজন রুমা রানী দে ।

আরও পড়ুন: ভৈরবে ট্রলার ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৮

এদিকে, ট্রলারডুবির ঘটনায় বাল্কহেড সুকানি ও ইঞ্জিন মিস্ত্রিসহ ৬ নাম না জানা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা আব্দুল আলিম বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলাটি করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ বলেন, নিখোঁজ কনস্টেবল সোহেল রানার বাবা আব্দুল আলিম গতকাল একটি এজাহার দায়ের করেন। এতে বাল্কহেড সুকানি ও ইঞ্জিন মিস্ত্রিসহ ৬ জন নাম না জানা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটি কিশোরগঞ্জ নৌ-পুলিশ অঞ্চল তদন্ত করবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ২২ মার্চ সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেড ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এ ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার হয়।

রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়