ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শেরপুরে কালবৈশাখী ঝড়ে ভুট্টা ক্ষেত ক্ষতিগ্রস্ত

শেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২৮ মার্চ ২০২৪  
শেরপুরে কালবৈশাখী ঝড়ে ভুট্টা ক্ষেত ক্ষতিগ্রস্ত

শেরপুরের প্রধান ফসল ধান হলেও গত কয়েক বছর ভুট্টার আবাদ বৃদ্ধি পেয়েছে। তবে এবার ভুট্টার আবাদে হানা দিয়েছে কালবৈশাখী ঝড়। জেলার ঝিনাইগাতী উপজেলায় গত কয়েক দিনের ছোট-বড় ঝড়ে ভুট্টা আবাদে ক্ষয়ক্ষতি হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে প্রবল বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এ ঝড়ে উপজেলার ৭টি ইউনিয়নের সর্বত্রই ভুট্টা গাছ মাটির সঙ্গে মিশে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবমতে, ২০ হেক্টর জমির ভূট্টা ক্ষেতের ক্ষতি দেখানো হলেও বেসরকারিভাবে এর পরিমাণ হবে দিগুণ। এতে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক।

ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২০০ হেক্টর জমিতে ভূট্টা চাষ করা হয়। ২ শতাধিক কৃষক ভুট্টার আবাদ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদও হয়েছে ভালো। ভুট্টা চাষ ধান চাষের চেয়েও লাভজনক হওয়ায় আশায় বুক বাধে ২ শতাধিক কৃষক।

উপজেলার ভালুকা গ্রামের কৃষক সৈয়দ জামান, দক্ষিণ ডেফলাই গ্রামের মতিউর রহমান, আকরাম হোসেন, আলম মিয়াসহ অনেকে বলেন, অধিক লাভের আসায় ধারদেনা করে ভুট্টা আবাদ করেছিলেন। কিন্তু কালবৈশাখীর ছোবলে ভুট্টা ক্ষেতগুলো মাটির সঙ্গে মিশে গেছে। অনেকের ঋণের চাপ শুরু হবে কিছু দিন পরই। কী করবেন ভেবে পাচ্ছেন না।

কৃষক হুমায়ুন আহমেদ বলেন, ‘ছেলে-মেয়েসহ পরিবারের ভরণপোষণের এক মাত্র মাধ্যম হলো কৃষি। এবার তো পথে বসে গেলাম। সামনের আবাদের জন্য আবারও টাকা ঋণ করতে হবে। এভাবে ঋণ করতে করতে তো ফকির হয়ে গেলাম।’ 

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আউশ আবাদে কৃষি প্রনোদনা দেয়া হবে, যাতে তারা ক্ষতি পুষিয়ে নিতে পারে। 
 

তারিকুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়