ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

কুড়িগ্রামে বজ্রপাতের ঝুঁকি কমাতে তাল গাছের চারা রোপণ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৪ এপ্রিল ২০২৪  
কুড়িগ্রামে বজ্রপাতের ঝুঁকি কমাতে তাল গাছের চারা রোপণ

কুড়িগ্রামে বজ্রপাতের ঝুঁকি কমাতে প্রায় এক হাজার তাল গাছের চারা রোপণ কর্মসূচি।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় ধরলা নদীর ওপর শেখ হাসিনা সেতু সংলগ্ন সড়কে বজ্রপাতের ঝুঁকি কমাতে প্রায় এক হাজার তাল গাছের চারা রোপণ করেছে ‘রণন’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'রণন' এর আয়োজনে তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ।

প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কর্মসূচির আয়োজক সংগঠন 'রণন' এর সভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রাণকৃষ্ণ রায়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কুড়িগ্রাম জোনের সহকারী প্রকৌশলী আলমগীর কবীর, প্রকৃতি বিষয়ক সংগঠন গ্রিন ইকো’র পরিচালক সঞ্জয় চৌধুরী।

সংগঠনটির চারা রোপণ কর্মসূচিতে সহায়তা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তিন বছর আগে একই সড়কে পাঁচ হাজার তালের বীজ রোপণ করা হয়েছিল। সেগুলো বড় হচ্ছে।

অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বজ্রপাতের ঝুঁকি বেড়ে গেছে। বর্ষা মৌসুমে অনেক মানুষের প্রাণহানি ঘটে। এদিকে তালগাছ থাকলে সেই এলাকায় বজ্রপাতের ঝুঁকি কম থাকে। এ কারণে সংগঠনের পক্ষ থেকে তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্যান্য এলাকায়ও তাল গাছের চারা রোপণ করা হবে।

সৈকত/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ