ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জ্বলছে সুন্দরবন, সকালে শুরু হবে আগুন নেভানোর কাজ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৪ মে ২০২৪   আপডেট: ২২:৫৮, ৪ মে ২০২৪
জ্বলছে সুন্দরবন, সকালে শুরু হবে আগুন নেভানোর কাজ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) দুপুরের দিকে বনের অভ্যন্তরের আমুরবুনিয়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোড়েলগঞ্জ ও মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল যায়।  সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তারা আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। আগুন যাতে বনের নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তারা।

আগুন নেভাতে যাওয়া সিপিজি টিমের সদস্য মণিময় মন্ডল বলেন, প্রায় ৫ একর বনভূমির বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আগুনের প্রচণ্ড তাপে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। কাছাকাছি কয়েকটি জায়গার আগুন আমরা নেভাতে পারলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে সেজন্য সন্ধ্যার ভেতর বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আমরা শুকনো গাছ অপসারণ করেছি। বিভিন্ন স্থানে ছোট ড্রেন কেটে রেখেছি। গহীন বনে হিংস্র প্রাণী থাকায় এবং সন্ধ্যা হয়ে যাওয়ায় আগুন নেভানোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

আরো পড়ুন:

আরও পড়ুন: সুন্দরবনে আগুন 

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ কাইয়ুম জামান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোংলা এবং মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আগুন নেভানোর কার্যক্রম আমরা শুরু করতে পারিনি। যেখানে আগুন লেগেছে সেই স্থানটি জলাশয় থেকে দুই কিলোমিটার দূরে। আমরা ঘটনাস্থলের কাছাকাছি মেশিনপত্র নিয়ে গেছি। রোববার (৫ মে) ভোরের আলো ফোটার আগেই আমরা আগুন নেভানোর কার্যক্রম শুরু করবো। 

আগুনের বর্তমান পরিস্থিতি কেমন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বনের ভেতর প্রচুর পরিমাণ গাছের শুকনো পাতা রয়েছে। যার কারণে আগুন বাতাসে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ওই এলাকায় কালো ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। আশা করছি সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো সেখানে আগুন জ্বলছে। রোববার সকাল থেকে আবারও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হবে।

শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়