জীববৈচিত্র্য ও নদী রক্ষায় কাজের ধারাবাহিকতা জরুরি: রিজওয়ানা
পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাগুলো সমাধানে অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে কয়েকটি আইনের সংশোধন এবং নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।”
তিনি বলেন, “সরকার পরিবেশ সংরক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে শিল্প ও গৃহস্থালি দূষণ, লবণাক্ততা বৃদ্ধি এবং নদীর স্বাভাবিক প্রবাহ হ্রাসের মতো সংকট মোকাবিলায় কাজ করা হচ্ছে। পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, বন ও নদী রক্ষায় চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।”
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “২০০২ সাল থেকে দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ থাকলেও এর কার্যকর বাস্তবায়ন এখনো নিশ্চিত করা যায়নি। কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার অব্যাহত থাকলেও সুপারশপগুলোতে তা অনেকাংশে বন্ধ হয়েছে।”
তিনি বলেন, “শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা প্রণয়ন করা হয়েছে, যেখানে পুলিশকে জরিমানা ও শাস্তি প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে।”
পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, “ঢাকার পাঁচটি নদী- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও ধলেশ্বরী এবং দেশের আট বিভাগের আটটি গুরুত্বপূর্ণ নদী নিয়ে পৃথক প্রকল্প গ্রহণ করা হচ্ছে।এসব নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি কাজগুলো শুরু করে দিয়ে যেতে।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর যৌথ আয়োজনে ৯ ও ১০ জানুয়ারি এ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ফিরোজ আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহ-সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম।
ঢাকা/আসাদ/সাইফ