ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে যৌনকর্মীকে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:২৬, ৫ এপ্রিল ২০২৪
ফরিদপুরে যৌনকর্মীকে পিটিয়ে হত্যা

ফরিদপুরে বৃষ্টি আক্তার (২৫) নামে এক যৌনকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি আক্তারের মা-বাবা নেই। ছোট থেকেই শহরের সিঅ্যান্ডবি ঘাট যৌনপল্লীতে বড় হয়েছেন। পরে পেশা হিসেবে সেখানেই যৌনকর্মীর পথ বেছে নেন। সেখানে থাকতেই শহরের রথখোলা এলাকার আজিম নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রায় তিন মাস আগে আজিম বিয়ে করে বৃষ্টিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কথা বলে সিএন্ডবি ঘাট থেকে রথখোলা এলাকায় নিয়ে আসেন। এরপর থেকে আজিমের সঙ্গেই ছিলেন বৃষ্টি।

আরো পড়ুন:

বৃহস্পতিবার সকালে একটি রিকশায় গুরুতর আহতাবস্থায় বৃষ্টিকে সিঅ্যান্ডবি ঘাট যৌনপল্লীতে পাঠিয়ে দেন আজিম। পরে অন্য যৌনকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃষ্টি।

যৌনপল্লীর কর্মীদের তথ্য মতে, বৃষ্টির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। এমনকি তার যৌনাঙ্গেও ক্ষত ছিল।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যৌনকর্মী বৃষ্টি। আজিম নামে তার কথিত প্রেমিক বা স্বামী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‘মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’ - যোগ করেন তিনি।

তামিম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়