ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

রামগতিতে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৮ মে ২০২৪  
রামগতিতে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার (৮ মে) ভোট গ্রহণের শেষ পর্যায়ে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রামগতি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের আব্দুল ওয়াহেদের সমর্থক ও কাপ-পিরিছ প্রতীকের সরাব উদ্দিন আজাদ সোহেলের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ৩০-৪০টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে শহীদ, আশ্রাফুল, নুর উদ্দিন, শাহজান, বাবলু, আবুল বাশারসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। 

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহেদ বলেন, ‘কাপ-পিরিচ প্রতীকের সমর্থক ফেরদৌস মেম্বার ও রুহুল আমিনের নেতৃত্বে আমার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের আহত করা হয়েছে।’ 

এ ব্যাপারে জানতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরাব উদ্দিন আজাদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। 

এ ব্যাপারে রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। এতে দুই জন রক্তাক্তসহ কয়েকজন আহত হয়েছে।

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়