ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

বঙ্গোপসাগর উপকূলে লবণবোঝাই ২০ ট্রলার ডুবি, নিখোঁজ ৭০ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ৮ মে ২০২৪   আপডেট: ২১:১৩, ৮ মে ২০২৪
বঙ্গোপসাগর উপকূলে লবণবোঝাই ২০ ট্রলার ডুবি, নিখোঁজ ৭০ 

বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলে ঝড়ের কবলে পড়ে ২০টি লবণবোঝাই ট্রলার ডুবে যায়

বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারা উপকূলে ঝড়ের কবলে পড়ে ২০টি লবণবোঝাই ট্রলার ডুবে গেছে। এতে অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছে। 

বুধবার (৮ মে) সকালে ট্রলারগুলো ডুবে যায়। এতে অন্তত ১০০ জন লবণ শ্রমিক ডুবে যায়। পরে কোস্ট গার্ড ও নৌপুলিশের সদস্যরা ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে।

চট্টগ্রাম নৌপুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন জানান, সকালে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থেকে লবণবোঝাই করে অনেকগুলো ট্রলার চট্টগ্রামে আসছিল। এ সময় বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে অন্তত ২০টি ট্রলার ডুবে যায়। ট্রলারগুলোতে অন্তত ১০০ জন লবণ ও ট্রলার শ্রমিক ছিল। 

আরো পড়ুন:

তিনি জানান, খবর পেয়ে নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। তারা ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনও ৭০ জনের মতো নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নৌপুলিশ সুপার।

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়