ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেলা ৩টায় সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৫৭, ১০ ডিসেম্বর ২০২৫
বেলা ৩টায় সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ফটো।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে তিনি ব্রিফ করবেন।

এর আগে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। যদিও কর্মসূচিতে আলোচনার এজেন্ডা উল্লেখ করা হয়নি।

আরো পড়ুন:

উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র বলছে, রাষ্ট্রীয় দায়িত্ব, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিতর্কিত বিষয়গুলোতে উপদেষ্টার বক্তব্যে আসতে পারে।

সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, এ দুটি বিষয় নিয়েও তিনি মতামত জানাতে পারেন।

দেশজুড়ে যখন নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে, তখন উপদেষ্টার এই জরুরি ব্রিফিং রাজনৈতিক অঙ্গনে নতুন আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয় তিনি আজ সংবাদ সম্মেলনে ঠিক কী বার্তা দিতে যাচ্ছেন।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়