ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপির শীর্ষ নেতারা কে কোন আসনে প্রার্থী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৪২, ১০ ডিসেম্বর ২০২৫
এনসিপির শীর্ষ নেতারা কে কোন আসনে প্রার্থী

উপরে বাম থেকে- নাহিদ ইসলাম, সারজিস আলম ও তাসনিম জারা এবং নিচে বাম থেকে- আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন এ রাজনৈতিক দলটি প্রথম বারের মতো নির্বাচনে লড়তে যাচ্ছে। দলটির শীর্ষ নেতাদের মধ্যে কে কোথায় প্রার্থী হচ্ছেন, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ প্রবল।

এনসিপির শীর্ষ দুই নেতার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে প্রার্থী হয়েছেন।

আরো পড়ুন:

দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৬, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ ও নাহিদা সরোয়ার নিভা ঢাকা-১২, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়-১, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ এবং মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।    

উল্লেখযোগ্য অন্য নেতাদের মধ্যে জাবেদ রাসিন ময়মনসিংহ-৬, সারোয়ার তুষার নরসিংদী-২, মনিরা শারমিন নওগাঁ-৫, ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২, এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬ এবং ডা. তাজনূভা জাবীনকে ঢাকা-১৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।

ঢাকা/রফিক          

সর্বশেষ

পাঠকপ্রিয়