ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বিরামপুরে সরকারি গুদামে ধান সংগ্রহের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২১ মে ২০২৪  
বিরামপুরে সরকারি গুদামে ধান সংগ্রহের উদ্বোধন

ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক

প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছ থেকে বিরামপুর সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে বিরামপুর খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। 

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা মঈন উদ্দিন, বিরামপুর (চরকাই) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হবিবর রহমান, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম মোর্শেদ মানিক প্রমুখ। 

চলতি বোরো মৌসুমে বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৫৮১ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৪ হাজার ৭৪০ মেট্রিক টন চাল ও ৩৪ টাকা কেজি দরে ২০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। 

মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়