ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

বাগেরহাটের ৩ উপজেলায় ফেরি চলাচল বন্ধ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৬ মে ২০২৪   আপডেট: ২২:৩৬, ২৬ মে ২০২৪
বাগেরহাটের ৩ উপজেলায় ফেরি চলাচল বন্ধ

বাগেরহাটের ৩ উপজেলায় ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাটের ৩ উপজেলার ৪টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করায় মোরেলগঞ্জ, রায়েন্দা-মাছুয়া ও মোংলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক বিভাগ।

সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে বিকেলে কিছুক্ষনের জন্য শুধু মোড়েলগঞ্জ পানগুছি নদীর ফেরি পরিচালনা করা হয়েছে। এখন বন্ধ রয়েছে। এ ছাড়া জেলার সকল সড়ক স্বাভাবিক রয়েছে।

শহিদুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়