ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

রেমালে ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৬ জুন ২০২৪  
রেমালে ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টার কুয়াকাটা পৌর শহরের হোটেল সমুদ্রবাড়ীর মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এর আগে পশ্চিম খাজুরার ক্ষতিগ্রস্ত ৬০ ঘর এলাকা পরিদর্শন করে বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান, মাহবুবুল হল নান্নু, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন, হায়দার আলী লেলিন, দুলাল হোসেন। 

এ ছাড়া জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও কুয়াকাটা পৌর যুবলীগের সদস্য সচিব জহিরুল ইসলাম মিরনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

ত্রাণ হিসেবে প্রত্যেককে চাল, ডাল, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। 

ত্রাণ বিতরণ শেষে হাবিব উন-নবী খান সোহেল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ত্রাণ প্রতিমন্ত্রী এই এলাকার সংসদ সদস্য, তারপরও মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি। প্রতিটি মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের কথা শোনার চেষ্টা করেছি।’ 

তিনি বলেন, ‘বিএনপি তৈরি হয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য। আজকের সামান্য কিছু উপঢৌকন নিয়ে এসেছি, আমরা আবার আসব আপনাদের পাশে।’ 
 

ইমরান/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়