রেমালে ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টার কুয়াকাটা পৌর শহরের হোটেল সমুদ্রবাড়ীর মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে পশ্চিম খাজুরার ক্ষতিগ্রস্ত ৬০ ঘর এলাকা পরিদর্শন করে বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান, মাহবুবুল হল নান্নু, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন, হায়দার আলী লেলিন, দুলাল হোসেন।
এ ছাড়া জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও কুয়াকাটা পৌর যুবলীগের সদস্য সচিব জহিরুল ইসলাম মিরনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ হিসেবে প্রত্যেককে চাল, ডাল, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে হাবিব উন-নবী খান সোহেল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ত্রাণ প্রতিমন্ত্রী এই এলাকার সংসদ সদস্য, তারপরও মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি। প্রতিটি মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের কথা শোনার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘বিএনপি তৈরি হয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য। আজকের সামান্য কিছু উপঢৌকন নিয়ে এসেছি, আমরা আবার আসব আপনাদের পাশে।’
ইমরান/বকুল
- ৩ মাস আগে রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য দেড় লাখ ইউরো দিচ্ছে আইরিশ এইড
- ৪ মাস আগে ঘূর্ণিঝড়ে বাগেরহাট উপকূলে ৬৪৪ কোটি টাকার ক্ষতি
- ৪ মাস আগে বাড়ি ফিরেছেন ঘূর্ণিঝড় রেমালে নিখোঁজ ৩ জেলে
- ৪ মাস আগে রেমাল তাণ্ডব: সুন্দরবনে সুপেয় পানির তীব্র সংকট, ঝুঁকিতে বন্যপ্রাণী
- ৪ মাস আগে ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১৩১
- ৪ মাস আগে ঘূর্ণিঝড়ের আগে সুন্দরবনে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেননি
- ৪ মাস আগে বিধ্বস্ত উপকূলে খাবার পানির তীব্র সংকট
- ৪ মাস আগে সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯
- ৪ মাস আগে ‘রেমাল’ কী মনে করিয়ে দিলো?
- ৪ মাস আগে সাতক্ষীরার উপকূলে ২৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত
- ৪ মাস আগে গোপালগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সেতু ভেঙে দুর্ভোগ
- ৪ মাস আগে ঘূর্ণিঝড় রেমাল: বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন ৩ কোটি ৭ লাখ গ্রাহক
- ৪ মাস আগে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- ৪ মাস আগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি ১৭১১০৯ হেক্টর জমির ফসল
- ৪ মাস আগে রেমালে জলাবদ্ধতা, মৃত্যুর তিন দিন পর মরদেহ দাফন