ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লোহাগড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

নড়াইল প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১২ জুন ২০২৪  
লোহাগড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পশুর হাট জমে উঠেছে। খামারি ও ব্যাপারীরা নানা জাতের গরু-ছাগল হাটে নিয়ে আসছেন। ক্রেতারাও কিনতে শুরু করেছেন তাদের পছন্দের পশু।

এদিকে গত বছরের তুলনায় এ বছর গরু-ছাগলের দাম একটু বেশি চাওয়া হচ্ছে। এরপরও ক্রেতারা দাম শুনে বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন, বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ্য অনুযায়ী গরু-ছাগল কিনতে তারা হিমশিম খাচ্ছেন।

আরো পড়ুন:

উপজেলার লোহাগড়া, শিয়রবর, লাহুড়িয়া, দিঘলিয়া ও ইতনা পশুর হাটে সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রতিটি পশুর হাটে গরু-ছাগল নিয়ে আসছেন বিক্রেতারা। এ সময় বিক্রেতা কালু মিয়া বলেন, গত বছরের চেয়ে এ বছর দেশীয় পদ্ধতিতে গরু-ছাগল মোটাতাজা করতে অনেক টাকা ব্যয় হয়েছে। যদি গরুর দাম দেড় লাখ টাকা চাওয়া হয় তাহলে ক্রেতারা তার দাম ৮০ থেকে ৯০ হাজার টাকা বলছেন। কোনো কোনো ক্রেতা দাম বেশি দিয়ে কিনে নিচ্ছে আবার কিছু ক্রেতা দাম শুনেই চলে যাচ্ছেন। 

গরু কিনতে আসা চর কালনা গ্রামের আব্দুল্লাহ-আল মারজান বলেন, ঈদের সময়ে একটু বেশি দাম থাকবেই সেটা আমরাও জানি। তবে তুলনামূলক ভাবে এ বছর দামটা একটু বেশি। 

লোহাগড়া হাটের ইজারাদার সৈয়দ শাহাদৎ হোসেন বলেন, উপজেলায় বেশ কয়েকটি গরু-ছাগলের হাট রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) লোহাগড়ায় সব চেয়ে বড় গরু-ছাগলের হাট বসবে। জেলা প্রশাসন থেকে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা দিয়েছে। আমরা ইতিমধ্যে সেগুলো ফলো করছি। জাল টাকা শনাক্ত করার ব্যবস্থা, ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা দেওয়া ব্যবস্থাসহ সকল ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে এই হাটে।

শরিফুল/ইমন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়