ঈদ শেষে রাজধানীতে ফিরছে উত্তর-দক্ষিণাঞ্চলের মানুষ, নেই যানজট
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

পবিত্র ঈদুল আজহার আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের মানুষ। কর্মস্থলে যাত্রা শুরু হওয়ায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে যানজট নেই।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জের সয়দাবাদ, কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্ত্বর ও এম.এ মতিন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যায়। তাদের নির্বিঘ্নে বাসে চড়ে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
যাত্রীদের ভাষ্য, ঈদের ছুটি শেষ হতে এখনো দুইদিন বাকি। সড়কে যানবাহন ও যাত্রীর চাপ শুক্রবার (১৩ জুন) থেকে বাড়তে শুরু করবে। যে কারণে ভোগান্তি এড়াতে আগেভাগেই কর্মস্থলে ফিরছেন তারা।
মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, যানবাহনের চাপ বাড়লেও যমুনা সেতুর পশ্চিম পাড়ে যানজট ছিল না। হাইওয়ে পুলিশ, টোল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঢাকামুখী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, “ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আগামী রবিবার (১৫ জুন) থেকে সব অফিস খুলে যাবে। একারণে আগামী ৩ দিন উত্তরবঙ্গের মানুষের চাপ বাড়বে মহাসড়কে। শনিবার (১৪ জুন) যানবাহনের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আমরা আশা করছি, চাপ বাড়লেও যানজট হবে না।”
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “ঈদের ছুটি শেষ হবে ১৪ জুন। এজন্য ঈদ পরবর্তী যানবাহনের চাপ এখনো বাড়েনি। বুধবার (১১ জুন) যমুনা সেতু পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৩ হাজার ২৮৬টি। টোল আদায় হয়েছে ৯৮ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে, সেতু পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৭১২টি। টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা।”
ঢাকা/অদিত্য/মাসুদ