ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১২ জুন ২০২৫   আপডেট: ১২:৩১, ১২ জুন ২০২৫
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের ঢল

ফাইল ফটো

ঈদুল আজহার লম্বা ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু। বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর প্রবেশপথে দেখা গেছে, ফিরতি মানুষের ভিড়। বিশেষ করে যাত্রাবাড়ী, গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকায় যাত্রী নেয়ার জন্য গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের উপস্থিতি রয়েছে।

ঢাকায় ফেরা মানুষের মধ্যে তাড়াহুড়া ও ক্লান্তির চিহ্ন স্পষ্ট। গুলিস্তানে কোরবানির মাংস ও ব্যাগ কাঁধে নিয়ে বাস থেকে নামা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাদেকুর রহমান জানান, গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করাটা অন্যরকম অনুভূতি কিন্তু ঢাকায় ফিরে আবার কাজের মধ্যে ঢুকতে হবে। তাই ফিরতেই হচ্ছে। বাসে সিট পেতে কষ্ট হয়েছে, অতিরিক্ত ভাড়াও দিতে হয়েছে।

আরো পড়ুন:

বরিশাল থেকে আসা রাবেয়া খাতুন বলেন, ‘‘আমার ছেলেটা স্কুলে পড়ে। ওর ক্লাস শুরু হবে রবিবার (১৫ জুন) থেকে। তাই আজই ফিরছি। বাসে প্রচণ্ড ভিড় ছিল।’’ 

পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ বাস মালিক সমিতির সদস্য তোফায়েল হোসেন জানান, ঈদের পর সাধারণত তৃতীয় বা চতুর্থ দিন থেকে ঢাকায় ফিরতি যাত্রীর চাপ বাড়ে। এবার লম্বা ছুটি হওয়ায় একটু পরে মানুষ ফিরছে। প্রতিটি রুটে অতিরিক্ত বাস নামানো হয়েছে। তবে যাত্রীর চাপ এত বেশি যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। 

পদ্মা সেতু হয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে খুলনা ও বরিশাল বিভাগ থেকে আসা যাত্রীদের অনেকে নামছেন পোস্তগোলা, জুরাইন ও যাত্রাবাড়ীতে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের যাত্রীরা নামছেন সাইনবোর্ড, শনির আখড়া, রায়েরবাগ ও সায়েদাবাদ এলাকায়।

এসব এলাকায় যাত্রীদের স্থানীয় গন্তব্যে পৌঁছাতে অন্যতম ভরসা সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা। গুলিস্তান এলাকায় অটোরিকশার চালক মো. সিরাজ জানান, আজ বৃহম্পতিবার (১২ জুন) সকাল থেকে প্রচুর যাত্রী মিলছে। অনেকে দূরের গন্তব্যে যেতে চায়। তবে খালি ফিরতে হচ্ছে। তাই ভাড়াও একটু বেশি চাইতে হচ্ছে। 

অনেক যাত্রী অতিরিক্ত ভাড়ার কথা বলছেন। মালিবাগের উদ্দেশে অটোরিকশায় ওঠা এক নারী বলেন, “সাধারণ দিনে যেখানে ৩০০ টাকায় যাই, সেখানে আজ চালক ৫০০ টাকা চেয়েছে। বাধ্য হয়ে দিতে হয়েছে।’’ 

ফুরবাড়িয়া বাস টার্মিনালে দায়িত্বরত ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের যাত্রাবাড়ী অঞ্চলের উপপরিদর্শক (এসআই) তানজিল হাসান বলেন, ‘‘আজ সকাল থেকে ফিরতি যাত্রীর চাপ বাড়ছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের যানজট হয়নি। আমরা হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ সমন্বয় করে কাজ করছি।’’

তিনি জানান, বিশেষ করে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর নামার প্রবণতা অনেক যাত্রীর মধ্যে দেখা যাচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।

গত ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সরকারি চাকরিজীবীরা এবারের ঈদে টানা ১০ দিন ছুটি পেয়েছেন, যা শেষ হবে ১৪ জুন। ফলে আরো দুই দিন রাজধানীমুখী মানুষের চাপ অব্যাহত থাকবে। 

ঢাকা/এএএম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়