ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৪ জুন ২০২৪   আপডেট: ১৪:৪২, ২৪ জুন ২০২৪
জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ জুন) দুপুর ১২ টায় গাড়িবহর নিয়ে সাভার স্মৃতিসৌধে আসেন নতুন সেনাপ্রধান। এসময় সাভার সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্মৃতিসৌধের শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। দুপুর ১২ টা ১০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

এর আগে, সকালে সেনাবাহিনী প্রধান শিখা অনির্বানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে  আত্মোৎসর্গকারী শহিদ সেনা সদস্যদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও, তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

পরবর্তীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাব্বির/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়