ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাম্প্রদায়িক অপশক্তি রুখে দিয়ে দেশ এগিয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৭ জুলাই ২০২৪  
সাম্প্রদায়িক অপশক্তি রুখে দিয়ে দেশ এগিয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী 

চট্টগ্রাম নগরীতে সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা করেন

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি রুখে দিয়ে এবং সব ষড়যন্ত্র ভেদ করে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। বাংলাদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে জন্মলাভ করেছে। 

রোববার (৭ জুলাই) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত রথযাত্রায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ড. হাছান মাহমুদ বলেন, সরকার সব সময় অপশক্তিকে দমন করেছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে, তাদের রুখে দিয়েছে। আজকের এ অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশ অসাম্প্রদায়িক। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন, সব ধর্ম-পথ-মতের মানুষ যেন তাদের ধর্মীয় উৎসব, আয়োজন নির্বিঘ্নে করতে পারে। চট্টগ্রামের প্রশাসনও সেই কাজ করে যাচ্ছে। 

রথযাত্রা উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন শ্রী শ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। 

ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শুভ হয়। বিকাল ৫টায় রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা প্যালেস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় চট্টগ্রাম জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের অংশগ্রহণের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন নামহট্ট, ভক্তিবৃক্ষ, ইয়ুথ ফোরাম, গীতা প্রচার বিভাগ, জাগ্রত ছাত্র সমাজ, সংর্কীতন, ফুড ফর লাইফ, নিত্যসেবা, সনাতন বিদ্যার্থি সংসদ, জাগো হিন্দু পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। 

শোভাযাত্রায় হাজার হাজার ভক্ত সংকীর্তনে নগরের রাজপথ পরিভ্রমণ করেন। 
 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়