ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় পলিথিন কারখানায় অভিযান, ২ জনের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ০৯:৩৫, ১৫ জুলাই ২০২৪
সাতক্ষীরায় পলিথিন কারখানায় অভিযান, ২ জনের কারাদণ্ড

সাতক্ষীরার বিনেরপোতায় দুটি পলিথিন কারখানায় ম্যাজিস্ট্রেট ,বিজিবি, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়েছে। এ সময় ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুলাই) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, পলিথিন উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণার পরও বিনেরপোতায় দুটি কারখানায় পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে দুটি কারখানায় অভিযান পরিচালনা করে একটি কারখানা মালিক ফজলুর রহমানকে ১৫ দিন ও অপর কারখানার মালিক আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে দুটি কারখানা থেকে জব্দ করা হয় পলিথিন তৈরির কাঁচামাল হিসেবে ১৪ বস্তা পিপি প্যাকেট, পিপি দানা প্যাকেট ১২৮ বস্তা ও ২টি পলিথিন তৈরির মেশিন। পরবর্তীতে কারখানা দুটি সিলগালা করা হয়েছে।

শাহীন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়