ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরাপত্তারক্ষীর চাকরি নিয়ে কারখানায় ডাকাতি করতেন তারা 

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ জুলাই ২০২৪  
নিরাপত্তারক্ষীর চাকরি নিয়ে কারখানায় ডাকাতি করতেন তারা 

ঢাকার সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে আটক করেছে পুলিশ। তারা নিরাপত্তারক্ষীর চাকরি নিয়ে তথ্য সংগ্রহ করে পোশাক কারখানায় ডাকাতি করতেন। রোববার (২৮ জুলাই) আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী।

এর আগে, উপজেলার বুড়িবাজার এলাকার ডাক্তার বাড়ি মহল্লা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- মাগুরা জেলার মহাম্মদপুর থানার জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. লিটন শেখ (৩৯), দিনাজপুর জেলার বিরামপুর থানার কুলুমক্ষেত্র এলাকার মো. রাশেদুল ইসলাম (২৬), মাগুরা জেলার মহাম্মদপুর থানার নারায়নপুর এলাকার মো. আয়নাল হোসেন পলাশ (৩৬), মাগুরা জেলার মহাম্মদপুর থানার জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকার মো. মনিরুল ইসলাম (৩৪), জামালপুর জেলা সদরের বড় গুজিয়াপাড়া এলাকার মো. মোজাম্মেল হক (৩০), দিনাজপুর জেলার বিরামপুর থানার পুলিখাপুর এলাকার মো. হামিদুল ইসলাম (৪০) ও মাগুরা জেলার মহাম্মদপুর থানার নারায়নপুর এলাকার বাসিন্দা ফরহাদ আলী (৩৮)।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ডাক্তার বাড়ি মহল্লায় অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বড় ছুরি, একটি বড় ও দুটি ছোট রেঞ্চ, একটি খেলনা পিস্তল ও খেলনা হ্যান্ডকাফ, এন্টিকাটার ও রশি জব্দ করা হয়। 

এএসপি আব্দুল্লাহিল কাফী বলেন, ‌‘আটককৃতরা বিভিন্ন সময় পোশাক কারখানায় নিরাপত্তারক্ষীর চাকরি নিতেন। এরপর কারখানার তথ্য সংগ্রহ করে ডাকাতির চেষ্টা করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়