ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈশ্বরদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১২:০৭, ৭ আগস্ট ২০২৪
ঈশ্বরদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

ফাইল ফটো

পাবনার ঈশ্বরদীতে সচীন বিশ্বাস সাজু (২২) নামে এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর উত্তরপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত সচীন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছোট ছেলে ও ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন অভিযোগ করে বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সমর্থকরা এ হামলার সঙ্গে জড়িত।

এ বিষয়ে জানতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জিগাতলা মসজিদের পাশে এক বাড়িতে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন সচীন। সে সময় তার মুঠোফোনে একটি কল আসে। কথা বলতে বলতে মসজিদের সামনে রাস্তায় এলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু পুলিশের চলমান ‘কর্মবিরতি’ কর্মসূচির কারণে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়