ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৪
ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার  মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বটতলা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় সরোয়ার খান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

নলছিটি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হবে।

অলোক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়