নতুন ৩ উপদেষ্টার অপসারণ দাবিতে রাস্তায় মহিলা দল নেত্রী
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গলায় ব্যানার ঝুলিয়ে রাস্তায় মহিলা দল নেত্রী রোকসানা বেগম টুকটুকি
অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবিতে একাই রাজশাহীর রাস্তায় কর্মসূচি পালন করেছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নগরের সাহেববাজার এলাকায় গলায় ব্যানার নিয়ে একাই হাঁটতে দেখা যায় তাঁকে।
ব্যানারে শুধু নতুন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই।’ ব্যানারটি নিয়ে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান টুকটুকি। এ ব্যানার সাধারণ মানুষকে প্রদর্শন করানোর পর বড় মসজিদ চত্বরে তিনি এতে আগুন জ্বালিয়ে দেন।
এ সময় মহিলা দলের নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এ অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। অথচ এখানে কোনো উপদেষ্টা নেই। আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।
১০ নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। সন্ধ্যায় বঙ্গভবনে তাঁদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন তিন উপদেষ্টা হলেন, শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা দাঁড়াল ২৪ জন।
ঢাকা/কেয়া/বকুল