কারাগারের বাইরে ইমরান খানের বোনের অবস্থান ধর্মঘট
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান ধর্মঘট শুরু করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলেমা খান। ইমরানের সাথে আবারো দেখা করতে অস্বীকৃতি জানানোর পর তিনি অবস্থান ধর্মঘট শুরু করেন। খবর ডন অলাইন।
আলেমা খান তার ভাইয়ের সাথে দেখা করার জন্য একাধিকবার চেষ্টা করেছেন। গত মঙ্গলবার এবং বৃহস্পতিবার আদালতের সাক্ষাতের অনুমতি দেওয়ার পরেও প্রতিবারই কারা কর্তৃপক্ষ তাকে সাক্ষাতের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
অবশ্য গত সপ্তাহে, কর্তৃপক্ষ ইমরানের আরেক বোন উজমা খানকে তার কারাবন্দী ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেয়। সাক্ষাতের পর, তিনি বলেছিলেন যে ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন।
মঙ্গলবার কারাগারে যাওয়ার পথে ভিডিও বিবৃতিতে আলেমা অভিযোগ করেন, রাষ্ট্র আইন ভঙ্গ করছে, যদিও পিটিআই কোনো অবৈধ কাজ করেনি।
তিনি বলেছেন, “যদি তারা অবৈধভাবে কাজ করে এবং আমরা আইন অনুসারে আমাদের কাজ করি, যদি তারা সঠিক হয় এবং আমরা ভুল হই, তাহলে এটি দেখায় যে আমাদের রাষ্ট্রব্যবস্থা কীভাবে কাজ করে।”
ঢাকা/শাহেদ