ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে উঠান বৈঠকে অসুস্থ হয়ে বিএনপির নেতার মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ৯ ডিসেম্বর ২০২৫  
লক্ষ্মীপুরে উঠান বৈঠকে অসুস্থ হয়ে বিএনপির নেতার মৃত্যু 

হারুনুর রশীদ।

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে আকস্মিক অসুস্থ হয়ে বিএনপির স্থানীয় নেতা হারুনুর রশীদ (৬৩) মারা গেছেন। তার মৃত্যুতে জেলা বিএনপি শোক প্রকাশ করেছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের রাজিবপুর এলাকায় আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। 

আরো পড়ুন:

হারুনুর রশীদ সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় রাজিবপুর নোয়া বাড়ির বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। 

তার মৃত্যুতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন শোক প্রকাশ করেছেন। তারা হারুনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার ১৩নং ওয়ার্ডে আব্দুল কাদের হাজী বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মহিলাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন। সেখান সভা চলাকালীন বিএনপি নেতা হারুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান।

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘‘হারুন বিএনপির প্রবীণ নেতা ছিলেন। দলের প্রতি তার ত্যাগ ও শ্রম রয়েছে। আমরা তার পরিবারের পাশে রয়েছি।’’

ঢাকা/লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়