ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতার মৃত্যু 

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৫, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০০:০৫, ১০ ডিসেম্বর ২০২৫
দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতার মৃত্যু 

সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মারা গেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি সম্পর্কে তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

আরো পড়ুন:

গত ৬ ডিসেম্বর হাটহাজারী সড়কে চাঁদের গাড়ির সঙ্গে বাইক দুর্ঘটনায় গুরুতর আহন হন আরিফ ও তার চাচা এমরান হোসেন চৌধুরী। এতে ঘটনাস্থলেই মারা যান এমরান। আহত আরিফ হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী। 

চবি ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আরিফকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যেতে থাকে। সর্বশেষ তাকে আজকে (৯ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতাল থেকে চমেকে স্থানান্তর করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “আরিফ একজন ভালো ছেলে ছিলেন। দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথে সে ও তার চাচা হাটহাজারী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান হোসেন মোটরসাইকেলের দুর্ঘটনার কবলে পড়েন। এমরান হোসেন ওই দিনই মারা যান এবং আরিফকে নগরীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ নেওয়া হয়। আজ (মঙ্গলবার) তাকে পুনরায় চমেকে নেওয়া হলে আমরা তার মৃত্যুর খবর পাই।”

ঢাকা/মিজান/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়