মাগুরায় সড়কে পড়েছিলো মোটরসাইকেল আরোহীর মরদেহ
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুর ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার মরদেহ রাস্তার উপর পড়েছিলো। পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে তার পরিচয় মিলে।
বুধবার (৪ নভেম্বর) সীমাখালি এলাকার পিএস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম ডুমুরশিয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নুর ইসলাম মোটরসাইকেলে মাগুরা থেকে যশোর যাচ্ছিলেন। সীমাখালী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুর্ঘটনা তিনি নিহত হন। তবে এ দুর্ঘটনার প্রকৃত কারণ জানাতে পারেনি পুলিশ।
মাগুরা হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, “মাগুরা যশোর হাইওয়ে সড়কের সীমাখালি এলাকায় এক মোটরসাইকেল আরোহীর মরদেহ রাস্তার উপর পড়েছিলো। কে বা কাহারা তাকে রাস্তার উপর ফেলে গিয়েছে তা এখনো জানতে পারিনি। তবে তার পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে জানা যায়, তিনি মোহাম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঢাকা/শাহীন/টিপু