ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় মিডিয়াকে ‘একহাত’ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:১৩, ৫ ডিসেম্বর ২০২৪
ভারতীয় মিডিয়াকে ‘একহাত’ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘‘বাংলাদেশ সীমা‌ন্তে ওই ধর‌নের উত্তেজনা নেই। সীমান্তে অন্যান্য  সম‌য়ের মতো একই অবস্থা চল‌ছে। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা-অপপ্রচার চালাচ্ছে।’’

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বাংলাদেশের বিষয় বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।’’

আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের বিষয়ে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, ১৯৮৫ সালে দেশে প্রথম এ দিবস পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থা‌কে। ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে।

তিনি আরও বলেন, বন্যা, ভূমিকম্প মোকাবিলা সরকারের একা সম্ভব না, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সব সময় প্রস্তুত আছে।

এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ বিভিন্ন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। 

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়