ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে চোরাই যন্ত্রাংশসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ১২ জানুয়ারি ২০২৫  
হবিগঞ্জে চোরাই যন্ত্রাংশসহ গ্রেপ্তার ২

চোরাই যন্ত্রাংশসহ গ্রেপ্তার দুই ব্যক্তি

হবিগঞ্জে ধান কাটার মেশিনের (কম্বাইন হারভেস্টার) চোরাই যন্ত্রাংশসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলায় গোবিন্দপুর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে তাজুল ইসলাম (৪১) ও শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের কালা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৮)। 

তাদের কাছ থেকে কম্বাইন হারভেস্টারের প্রায় ৫ লাখ টাকা মূল্যের হাইড্রোলিক ডিস্ট্রিবিউটর ও আনলোডিং ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়। 

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর এ দুজনকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে গত ৫ জানুয়ারি হবিগঞ্জ জেলা শহরের ইনাতাবাদ জঙ্গলবহুলা এলাকার আলাই মিয়ার মুদি দোকানের সামনে থেকে যন্ত্রপাতিগুলো চুরি হয়। ঘটনার তিনদিন পর আতিকুল ইসলাম নামে এক ব্যক্তি হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি কান্দি ধরসহ একদল সদস্য শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে তাজুল ও সিরাজুলকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে খড়ের গাদার নিচ থেকে যন্ত্রপাতিগুলো উদ্ধার করা হয়।

ওসি নন্দন কান্তি ধর জানান, হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর রবিবার দুপুরে তাজুল ও সিরাজুলকে আদালতে তোলা হয়। সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/মামুন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়