ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:২৫, ১৩ জানুয়ারি ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে এ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ১৩ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে।

ট্রাকচালক শফিক বলেন, ‘‘মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। তবে, কী কারণে যানজট তা জানি না।’’

বাসচালক কুরবান আলী বলেন, ‘‘জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারব।’’

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। শীগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।’’

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়