ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আটক ছাত্রলীগকর্মীকে ছিনিয়ে নিয়ে বিজয় মিছিল

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:০৩, ২৫ জানুয়ারি ২০২৫
আটক ছাত্রলীগকর্মীকে ছিনিয়ে নিয়ে বিজয় মিছিল

দরজা ভেঙে শাহরিয়ার সানকে নিয়ে যায় তার সহপাঠীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে ছিনিয়ে নিয়ে বিজয় মিছিল করেছে তার রাজনৈতিক সহকর্মীরা। তারা ওই ছাত্রলীগকর্মীর সহপাঠী।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই ছাত্রলীগকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সান ছাত্রলীগের রাজনীতি করতেন। এছাড়া, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় সরাসরি জড়িত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রলীগকর্মী শাহরিয়ারকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশে সোপর্দ করার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে তার রাজনৈতিক সহপাঠীরা এসে দরজা ভেঙে শাহরিয়ারকে ছিনিয়ে নিয়ে যায়। পরে ক্যাম্পাসে বিজয় মিছিল করে তারা।

রাকিব আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি জড়িত ছিল ছাত্রলীগকর্মী শাহরিয়ার। সাধারণ শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করার জন্য আটকে রেখেছিল। খবর পেয়ে তার রাজনৈতিক সহপাঠীরা এসে দরজা ভেঙে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। পরে ক্যাম্পাসে বিজয় মিছিলও করেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের অবস্থান এই ক্যাম্পাসে হবে না।’’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘‘দুষ্কৃতকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘‘এক ছাত্রলীগকর্মীকে আটকে রাখার খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ পাঠানো হয়। তবে, তার আগেই তার রাজনৈতিক সহপাঠীরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।’’

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়