ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

সরকারি বরাদ্দ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ফারুক

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:০২, ২৫ জানুয়ারি ২০২৫
সরকারি বরাদ্দ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ফারুক

উপদেষ্টা ফারুখ-ই আজম

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন, “টিআর-কাবিখাসহ সরকারি বরাদ্দ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারণ অতীতে দেখেছি, সরকারি বরাদ্দ জনগণকে না দিতে। জনসাধারণের এই টাকা ভাগ-বাটোয়ারা করতেন তৎকালীন জনপ্রতিনিধিরা।”

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর সার্কিট হাউজে বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, “টিআর-কাবিখা ছাড়াও বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে গরিবরা ত্রাণ পায়নি। এসব ত্রাণ আত্মসাৎ করে জনপ্রতিনিধিরা ধনী হয়েছেন।”

আরো পড়ুন:

সভায় তিনি সব জেলা প্রশাসকদের সরকারি সম্পদ ও টিআর-কাবিখার যথাযথ ব্যবহারের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার কাওসার রায়হান ও বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ বরিশাল বিভগের অন্যান্য জেলার প্রশাসকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়