ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ী‌তে ট্রেনে কাটাপ‌ড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৬ জানুয়ারি ২০২৫  
রাজবাড়ী‌তে ট্রেনে কাটাপ‌ড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী‌তে ট্রেনে কাটাপ‌ড়ে শাফিন মন্ডল (২০) নামে এক যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে। 

র‌বিবার (২৬ জানুয়ারি) দুপু‌রে উপ‌জেলার কা‌লিকাপুর ইউ‌নিয়‌নের কা‌লিকাপুর রেল‌ব্রিজ এলাকায় ঘটনাটি ঘ‌টে ।

আরো পড়ুন:

মারা যাওয়া শাফিন রাজবাড়ী জেলার পাংশা উপ‌জেলার চরআফরা গ্রা‌মের মিল‌ন মন্ডলের ছে‌লে।

রাজবাড়ী রেলও‌য়ে থানার উপ-পরিদর্শক বিশ্ব‌জিৎ কুমার ঘোষ ব‌লেন, “কু‌ষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা গোয়ালন্দগা‌মী শাটল ট্রেনটি দুপুর ২টার দি‌কে কা‌লিকাপুর রেল‌ব্রিজ এলাকায় পৌঁছায়। এসময় ট্রেনে কাটা প‌ড়ে শাফিন মন্ডলের মৃত্যু হয়। রেলও‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে। এ ঘটনায় আই‌নী ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়